Tuesday, January 16, 2018

Modification channel strategy

Existing distribution channel গুলোর evaluation এবং ক্রাইটেরিয়া রিভিউ করার মাধ্যমে চ্যানেল মোডিফিকেশন strategy সূচনা করা হয়। existing চ্যানেলগুলো প্রতিনিয়ত evaluate করা হয় যাতে দরকারি প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়। পরিবেশগত কারণে হোক অথবা কম্পানির ভেতরের ও বাইরের কোনো কারণেই হোক existing channel মডিফাই করা লাগতেই পারে। প্রযুক্তিগত পরিবর্তনের কারণে হয়তো কাস্টমারের এমন সাহায্য দরকার যা সরাসরি manufacture এর পক্ষে প্রদান করা সম্ভব নয় সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন চ্যানেল পরিবর্তন করা লাগতে পারে। নিম্মোক্ত কিছু কারণে সাধারণত distribution channel মডিফাই করা হয়।
১। consumer market এবং কনজ্যুমার buying habit পরিবর্তনের কারণে।
২। সার্ভিস, parts অথবা নতুন প্রযুক্তিগত সাহায্যের প্রয়োজনীয়তার আবির্ভাবের কারণে।
৩। competitors' perspective পরিবর্তন হওয়ার কারণে।
৪। আউটলেটের ধরনের relative importance পরিবর্তনের কারণে।
৫। manufacturer এর এর অর্থনৈতিক সামর্থ্য পরিবর্তনের কারণে।
৬। existing product এর sales volume level পরিবর্তনের কারণে।
৭। product, price অথবা promotion strategy পরিবর্তনের কারণে।

সাধারণভাবে বলতে গেলে কোম্পানি যখন মার্কেটে প্রবেশ করে তখন distribution শুরু করে intermediary এর মাধ্যমে। কারণ প্রাথমিকভাবে technical and manufacturing সমস্যাগুলো এতই বড় হয় যা ম্যানেজমেন্টকে ব্যস্ত রাখে। তাছাড়া শুরুতেই একটা কোম্পানির মার্কেটের বড় অংশের সকল সমস্যা সফলভাবে সমাধান করার ক্ষমতা থাকেনা। তাই মধ্যস্থতাকারীদের ব্যবহার করা হয় যারা তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে কোম্পানির পণ্যের চাহিদা বৃদ্ধি করতে সক্ষম হয়। কিন্তু যখন একটা company প্রতিষ্ঠিত হয় তখন distribution channel মডিফাই করার ব্যাপার সামনে আসে। তখন কোম্পানি বিভিন্ন দিক দিয়ে existing চ্যানেলগুলো evaluate করে এবং প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে।

Wednesday, January 18, 2017

সূরা নাহল (মোট আয়াত ১২৮, রুকু ১৬)

Diary Page. 50 (16/06/2016)

১। আল্লাহ্‌র আদেশ আসলে তোমরা তাড়াহুড়া করবে না।
৪। তিনি শুক্রকীট হতে মানুষ সৃষ্টি করলেন অথচ তারা স্পষ্ট ঝগড়াটে।
৫। পশু সৃষ্টি, শীত নিবারক, উপকার ও খাদ্যের জন্য। 
৭। এরা বোঝা বহন করে শহরে নিয়ে যায়, যা (মানুষের জন্য) কষ্টকর।
৮। অশ্ব, খচ্চর ও গাধা, আরোহণ ও শোভার জন্য।
১০। আল্লাহ বৃষ্টি বর্ষান, তাতে আছে পানীয়, গাছ উৎপন্ন, পশু চরে...
১১। উৎপন্ন করেন শস্য, জাইতুন, খেজুর, আঙ্গুর, ++

Friday, August 5, 2016

বাতাস যেদিক থেকেই আসুক এই
শার্টের আচরণ এমনই। সে যদি বাতাস
ধরে রাখতে পারে, তো রাখুক।
গরমে এর থেকে ভালো আর কি হতে
পারে..!
,
যাই হোক, আল বেরুনী হলের বাম
পাশের পুকুর থেকে মাছ ধরা
দেখছিলাম। একটা হাড়ি বা বালতি
নিয়ে কাদায় নেমে এভাবে মাছ
ধরার মজাই আলাদা। দাদুবাড়ি বা
ছোট ফুফুর বাড়ি গেলে এই সুযোগ
পেতাম। জীবনে ৪-৫ বার আমিও
ওভাবে হাটু কাদায় নেমে মাছ
ধরেছি। সর্বশেষ ৮-৯ বছর আগে। তবে
পোলো দিয়ে মাছ ধরার সুযোগ
কোনদিনই পাইনি।


কুকুর পোষার সিস্টেম

বুখারি শরীফের বর্গাচাষ অধ্যায়ের এই হাদিসটা সম্পর্কে আগে কিছুই জানতাম না। কুকুর পোষার সিস্টেম। কিন্তু প্রতিদিন এক কিরাত! সেতো অনেক!

২১৭১। মু’আয ইবনু ফাযালা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি শস্য খেতের পাহারা কিংবা হিফাযতের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল থেকে এক কীরাত পরিমান কমতে থাকবে। ইবনু সীরীন ও আবূ সালিহ্‌ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। বকরী অথবা ক্ষেতের হিফাযত কিংবা শিকারের উদ্দেশ্য ছাড়া। আবূ হাযিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শিকার ও পশুর হিফাযত করার কুকুর।

২১৭২ নাম্বার হাদিসটাও এই সম্পর্কিত।
ইনফুঃ যে ব্যক্তি যানাজা পড়ে ও দাফন পর্যন্ত অপেক্ষা করে সে দুই কিরাত সমপরিমান সওয়াব পায়। এক কিরাত ওহুদ পাহাড়ের সমান।

ছাড়পোকা

একটু দেরি হয়ে গেল। অনেকে চলে গিয়েছে। তবুও বলছি...
,
ছাড়পোকা আমাদের অনাকাঙ্খিত অতিথি। আমরা ছাড়পোকাকে অনেক ভয় পাই। জীবের খাদ্য তালিকায় যত খাদ্য আছে তার মধ্যে অন্যতম দামি খাবার এরা খায়। আমাদের রক্ত। :'( তাও আবার আমাদের বেডে শুয়েই। :'(
,
তাই বলছি যে, কই আছে আর কই নেই, তা না দেখে, এই বিশাল ছুটিতে যারাই তাদের সঙ্গ ত্যাগ করছেন, চিরদিনের জন্য করুন। হল ছাড়ার আগে নিজের বেড রোদে দিয়ে পারেন, পরিষ্কার করে পারেন বা আয়রন করে পারেন, অন্তত এটা নিশ্চিত করুন যেন এসে দেখেন তারা আর নেই বা জীবিত নেই।। ইন্না...
,
আমার বিশ্বাস, বেড কিছুদিন ফাকা থাকলে খাদ্যের অভাবে তারা ইন্তেকাল করবে অথবা বেড, রুম, ও পরবর্তিতে হলও ত্যাগ করবে। তবে ট্রান্সপোর্পের দিকে গেলে আমি কিছু জানি না।

সূরা হিজর

অতি গুরুত্বপূর্ণ একটা সূরা। প্রচুর তথ্য আছে এখানে। সেই সাথে উপদেশ আর হুমকি। মোট আয়াত ৯৯। আমি অনুরোধ করবো আপনাদেরও পড়ার জন্য। বাংলা পড়ুন, জানুন। এটাই পৃথিবীর ইতিহাস, আসমানি সিদ্ধান্ত। পড়লে আরো জানতে পারবেন মানুষ ও জ্বীন সৃষ্টি, তিনটি জাতি ধ্বংসের কাহিনী, শয়তান ও আল্লাহর কথোপকথন।
কিছু গুরুত্বপূর্ণ আয়াতঃ
,
৯। নিশ্চই আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি নিজেই এর সংরক্ষণ করবো।
১৮। যখন কোন শয়তান আকাশে আড়ি পাতে তখন উজ্জ্বল অগ্নি শিখা তাকে ধাওয়া করে। (এতদিন জানতাম ওগুলো জ্বীন দৌড়াচ্ছে) :-D
,
২১। আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার আছে। তা হতে নির্দিষ্ট পরিমানে সরবরাহ করি।
২৬। মানুষকে পঁচা কাদা থেকে তৈরী করেছি।
২৭। জ্বীন সৃষ্টি করেছি অতি উত্তপ্ত বায়ুর আগুন থেকে।
২৮-৩০। আল্লাহ ও ফেরেশতাদের কথোপকথন, মানুষ সৃষ্টি নিয়ে, সিজদার আদেশ।
৩১। ইবলীস অস্বীকার করলো
৩২। আল্লাহ বললো, Why....??
৩৩। ইবলীসের উত্তর...পঁচা কাদা হতে....
৩৪। আল্লাহ বললেন, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত।
৩৯। শয়তানের শপথ, সবাইকে পথভ্রষ্ট করবে
৪০। খাটি বান্দা ছাড়া
,
৫১-৬০। ইব্রহীম আঃ কে সন্তান প্রদান প্রসঙ্গে, জাতির পিতার ও ফেরেশতাদের কথোপকথন।
,
৬১-৭৬। সমকামিকার কারণে লুত আঃ এর এলাকাবাসীদের ধ্বংস করতে ফেরেশতাদের আগমন প্রসঙ্গ।
৭৪। সেই জনপদকে উল্টে দিলাম ও পাথর বর্ষন করলাম।
,
৭৮। আইকাবাসী জালিম ছিল, প্রতশোধ নিয়েছি।
৮০-৮৩। হিজরবাসীও রাসূলদের মিথ্যা বলেছি, তারা পাহাড় কেটে ঘর বানাতো। তাদেরও নিশ্চিহ্ন করেছি। ভোরে মহানাদ তাদের পাকড়াও করেছিলো।
,
৮৭। আমি আপনাকে সাত আয়াত ও কোরআন দিয়েছি।
৯৪। যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন।
৯৯। মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত করুন।
একটা তাফসীর থেকে বিস্তারিত পড়ার অনুরোধ রইলো। দোয়া করবেন।

‪#‎সূরা_হিজর‬

ইফতারির সময় তিনটা দোয়া

ইফতারির সময় তিনটা দোয়া কবুল করা হয় জানি। হাদিস কোরআন ঘেটে দেখা হয় নি। আছে হয়তো কোথাও। কিন্তু মানি।

প্রতিদিন ৩ করে ৩০ দিনে ৯০ টি দোয়া কবুল করার কথা। তাই যদি হয় তো খুবই ভালো। কিন্তু মনে না পড়ার কারনেই হোক বা ব্যস্ততার কারনেই হোক, প্রতিদিনই প্রায় একই দোয়া করা হচ্ছে। আল্লাহ যদি কথা দিয়ে থাকেন তো একবার বললেই হবে।

তাই ভাবছি একটা লিষ্ট করবো। তাতে ৯০ টা চাওয়া লেখা থাকবে। ইফতারির সময় প্রতিদিন তিনটি করে বললেই হবে। পহেলা রোজা থেকেই করা উচিত ছিল।
নিজেই তো চাইতে বলেছেন। আর চাওয়ার জায়গাওতো ওই একটাই।

বনী ইসরাঈল

Got one of the most important ayats of the Holy Quran

 

১৩.) প্রত্যেক মানুষের ভাল-মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি১৪ এবং কিয়ামতের দিন তার জন্য বের করবো একটি লিখন, যাকে সে খোলা কিতাবের আকারে পাবে।
১৪.) পড়ো, নিজের আমলনামা, আজ নিজের হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট।

সূরা বনী ইসরাঈল।
আপনি চাইলেই পারেন সূরার নাম আর আয়াত নাম্বারটা মুখস্ত করে রাখতে।

সূরা কাহফ, মোট আয়াত ১১০,

১-৮ আয়াতে যথাক্রমে, কোরআন, মু'মিন, কাফের, কাফেরদের আচরণে মহানবীর মানষিক অবস্থা ও প্রথিবী সম্পর্কে বলা হয়েছে।
,
৯-২৬ আসহাবে কাহফের ঘটনার বিস্তারিত বর্ননা।
,
২৭-৩১ কয়েকটা আদেশ, অমান্যকারীদের জন্য জাহান্নাম ও বর্ননা, মান্যকারীদের জন্য জান্নাত ও তার বর্ননা।
,
৩২-৪৪ দুই ব্যক্তির উদাহারন, একজন অকৃতজ্ঞ ধনী, অন্যজন কৃতজ্ঞ গরীব, ও তাদের পরিনতি।
,
৪৫-৫৯ দুনিয়ার জীবনের তাৎপর্য, কেয়ামতের দিনের কর্মকান্ড, আদমকে সিজদা প্রসঙ্গ, ইবলীস, কাফেরদের আচরণ ও শাস্তি প্রসঙ্গ।
,
৬০-৮২ হযরত মূসা ও খিযির (আঃ) এর সেই কাহিনী। ভাজা মাছ নদীর মধ্যে দৌড়, নৌকা ছিদ্র করণ, বালক হত্যা ও দেওয়াল মেরামত প্রসঙ্গ।
,
৮৩-১০০ জুলকারনাইন ও ইয়াজুজ-মাজুজের-৯৪, বিস্তারিত ঘটনা, প্রাচীর নির্মান।
,
১০১-১০৬ জাহান্নামীদের পরিচয়
১০৭-১০৮ জান্নাতীদের পরিচয়
১০৯ বিখ্যাত আয়াত। সমুদ্র+আরো সমপরিমান সমুদ্র কালি করে আল্লাহর কথা লেখা হলেও কালি শেষ হবে কিন্তু আল্লাহর গুনাবলী শেষ হবে না।
,
১১০ সৎকাজ কর, আল্লাহর সাথে কাউকে শরীক করো না।

ঈদের জন্য দামি পোশাক

ঈদের জন্য দামি পোশাক কেনার সময় একটু সতর্ক থাকবেন।
,
"অপব্যয়কারী শয়তানের ভাই" জানতাম। কিন্তু এটা হাদিস না কোরআনের আয়াত জানতাম না। ক'দিন আগে দেখলাম সূরা বনী ইসরাঈলের ২৬ নাম্বার আয়াতে সরাসরি আদেশ করাঃ
,
"নিকট আত্নীয়কে তার হক দাও,
মিসকিন ও পথিকদেরকেও তাদের হক দাও,
অপব্যয় থেকে বিরত থাকো"
,
২৭ নাম্বার আয়াতে লেখাঃ
"নিশ্চই অপব্যয়কারী শয়তানের ভাই.....শয়তান অকৃতজ্ঞ।"
,
তাই এ ব্যাপারে সাবধান। আর চাইলেই আয়াত নাম্বার মুখস্ত করে রাখতে পারেন। সারাজীবনের সম্পদ।